দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার জ্যাক ক্যালিস। সাবেক এ অলরাউন্ডার হাজির হলেন একেবারেই ভিন্ন রূপে। জ্যাক ক্যালিসের এই রূপ দেখে ভক্তদের মনে প্রশ্ন, এ কেমন স্টাইল তাদের প্রিয় তারকার?
ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া’র খবরে বলা হয়, নিজের ইনস্টাগ্রামে সম্প্রতি একটি ছবি পোস্ট করেন জ্যাক ক্যালিস। এই ছবিতে তাকে দেখা যায়, তার মুখের অর্ধেক জুড়ে রয়েছে দাড়ি-গোঁফ আর অর্ধেক দাড়ি-গোঁফ ক্লিন শেভ করা। বিশেষ কারণেই তিনি এমন করে দাড়ি-গোঁফ শেভ করেছেন বলে জানিয়েছেন।
পোস্টে তিনি লেখেন, ‘আগামী কয়েকটা দিন খুব আকর্ষণীয় হতে চলেছে। গণ্ডার রক্ষা এবং গল্ফের উন্নতির স্বার্থে এমনটা করেছি।’
জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকায় গণ্ডার বাঁচানোর লক্ষ্যে ‘সেভ দ্য রাইনো’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগ দিয়েছেন। সাধারণ মানুষকে গণ্ডার রক্ষার বিষয়ে সচেতন করতে এবং এর জন্য অর্থ জোগাড় করতেই মুখের একদিকের দাড়ি-গোঁফ এবং বুকের একদিকের লোম শেভ করে ফেলেছেন জ্যাক ক্যালিস।
দক্ষিণ আফ্রিকায় দিন দিন গণ্ডারের সংখ্যা কমে যাচ্ছে। গণ্ডার রক্ষার কর্মসূচিতে অংশ নিয়ে প্রশংসায় ভাসছেন জ্যাক ক্যালিস।
সূত্র: দৈনিক আমাদের সময়।